প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৩:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৩, ২০২২, ৫:২৭ অপরাহ্ণ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ – আহত ২০

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার বারদি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বেশ কিছু বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হকের সমর্থকদের সঙ্গে জাকির সরকারের বিরোধ চলে আসছিল। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার সকালে জহিরুল হকের সমর্থক তাজুল ইসলাম জাকির সরকারের সমর্থক হাসানকে মারধর করেন।
এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লোহার রড, টেঁটা, রামদা, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে জাকির সরকার, জামাল, মাসুম সরকার, বাসেদ সরকার, মামুন সরকার, সামসুল, হুমায়ুন সরকার ও হাসান এবং জহিরুল পক্ষের তাইজুল ইসলাম, হযরত আলীসহ ২০ জন আহত হন।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কোনো পক্ষ অভিযোগ দায়ের করেননি।
Copyright © 2026 pressbangla. All rights reserved.