না’গঞ্জবাসী নাসিম ওসমানের শূন্যতা অনুভব করে : পারভীন ওসমান

না’গঞ্জবাসী নাসিম ওসমানের শূন্যতা অনুভব করে : পারভীন ওসমান

প্রেসবাংলা ২৪. কম: জাতীয় পার্টীর প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান বলেছেন, ‘নাসিম ওসমানের মৃত্যুর পর নারায়ণগঞ্জে জাতীয় পার্টী বলতে কিছুই নাই। নেতাকর্মীদের বসার জন্য অফিস নেই। নাসিম ওসমানের শূন্যতা নারায়ণগঞ্জবাসী অনুভব করছে।

অনলাইন নিউজ পোর্টাল প্রেসবাংলাকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

পারভীন ওসমান আরও বলেন, ‘জাতীয় পার্টীর চেয়ারম্যান জিএম কাদের আমাদের পার্টীর প্রেসিডিয়াম মেম্বার বানিয়েছেন, তার প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ। মানুষ অনেক কিছুই চায়, নেতাকর্মীরাও চায়। আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে হয়তো অনেক কিছুই হতে পারে।

নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান কি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হবেন কিনা এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, আজমেরী ওসমান বর্তমানে রাজনীতির সঙ্গে জড়িত নেই। তবে আজমেরী তার বাবা নাসিম ওসমানেরিএকটি জিনিস ধরে রেখেছে। সেটা হচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সময় সহযোগীতা করেন। আমি ব্যক্তিগতভাবে চাই আজমেরী ওর বাবার জায়গায় আসুক। মানুষের কল্যাণে রাজনীতি করুক।

তিনি নারায়ণগঞ্জকে স্বপ্নের শহরে রূপান্তরিত করার আশাবাদ ব্যক্ত করে বলেন, নারায়ণগঞ্জ একটি সুন্দর শহর। আমি কি হবো না হবো, সেটা পরে তবে আমি চাই নারায়ণগঞ্জটা স্বপ্নের শহরে পরিনত হোক। এছাড়াও তিনি বন্দরবাসীর উন্নয়নের জন্য দৃঢ় পত্যয় ব্যাক্ত করে বলেন নাসিম ওসমান ছিলেন বন্দর বাসীর প্রানের নেতা। বন্দর এর উন্নয়নে তিনি শীতলক্ষ্যায় ব্রীজের স্বপ্ন দেখেছিলেন তা আজ বাস্তবায়নের পথে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com