শপথ নিলেন এনসিসি’র নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা

শপথ নিলেন এনসিসি’র নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে তৃতীয়বারের মতো শপথ নিলেন সেলিনা হায়াত আইভী।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেয়র হিসেবে তাকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় মেয়রের শপথ নেয়ার পর নবনির্বাচিত কাউন্সিলদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

এদিকে, গত ১৬ জানুয়ারির নির্বাচনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন সেলিনা হায়াৎ আইভী। ২০১১ এবং ২০১৬ সালের নির্বাচনেও মেয়র নির্বাচিত হয়েছিলেন আইভী।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com