দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক লিংকন

দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত সাংবাদিক লিংকন

প্রেসবাংলা ২৪. কম: দীর্ঘ ৭৫ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আটক নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সৈয়দ সিফাত আল রহমান লিংকন। নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে জামিনে মুক্তি পেয়ে বের হন তিনি।

ঢাকার উচ্চ আদালত হতে জামিন লাভ করার পর কারাগার হতে মুক্তি মেলে সাংবাদিক সিফাত আল রহমান লিংকনের। দীর্ঘদিন দূরে থাকা সাংবাদিক লিংকনকে বরণ করে নিতে কারাগারের ফটকের সামনে জড়ো হন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সদস্যরাসহ বিভিন্ন বন্ধুবান্ধব ও সহকর্মীরা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছাও জানান তারা। সাংবাদিক লিংকনকেও সকলের সাথে আলিঙ্গন করতে দেখা যায়।

উল্লেখ্য, সংবাদ প্রকাশের জেরে নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আহম্মদ আলী রেজা রিপনের ২০১৭ সালের ১৫ এপ্রিল দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন (আইসিটি) মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ১৯ নভেম্বর মধ্যরাতে নগরীর আল্লামা ইকবাল রোডের বাসা হতে তাকে আটক করে ফতুল্লা থানা পুলিশ। যার ফলে দীর্ঘদিন কারাবাস করতে হয় তাকে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com