একটি সময় মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারতাম না : মন্ত্রী গাজী

একটি সময় মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারতাম না : মন্ত্রী গাজী

প্রেসবাংলা ২৪. কম: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, আমরা একাত্তরে দেশ স্বাধীন করেছিলাম। সাড়ে তিন বছরের মাথায় বঙ্গবন্ধু আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন। তারপর স্বাধীনতার বিরোধী শক্তিরাই আবার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের মামলা-হামলা দিয়ে নাজেহাল করেছে। কাজ করবো তো দূরের কথা আমরা পালিয়ে বেরিয়েছি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আমি মুক্তিযোদ্ধা, আমি তো জানি আমাদের কী অবস্থা হয়েছিল। একটি সময় মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিতে পারতাম না। এখন মুক্তিযোদ্ধার সনদ পেতে দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। আজকাল অনেকেই মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করেন। মুক্তিযোদ্ধারা সমাজে সেভাবে প্রতিষ্ঠিত নয়, আর্থিকভাবে বলিয়ান নয়। এই কারণেই অনেকেই তাদের অবজ্ঞা করে। অথচ এক সময় চাকরির আবেদনে মুক্তিযোদ্ধা লিখতো না। কারণ মুক্তিযোদ্ধা লিখলেই চাকরি হতো না। কারণ ক্ষমতায় ছিল স্বাধীনতা বিরোধী শক্তি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ-সুবিধা দিয়েছেন। এই কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই

নগরীর দেওভোগের মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজে জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার নুরুল হুদা, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু প্রমুখ।

এই সময় জেলার ১৬১ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও সম্মাননা স্বরূপ ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com