বালুচরকে শান্তির জনপদে রূপান্তরিত করবো : এএসএম শাহাদাত

প্রেসবাংলা ২৪. কম: আসন্ন বালুচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচিত হলে বালুচরকে শান্তির জনপদে রূপান্তরিত করবেন বলে ঘোষনা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এএসএম শাহাদাত হোসেন।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর উত্তরপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গনে এক উঠান বৈঠকে তিনি এমন ঘোষনা দেন।
বালুচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেক চান মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহম্মেদ, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি নুরল আলম চৌধুরী, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বালুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিনা আক্তার তুহিন,সিরাজদিখান সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম বাবুল প্রমুখ।











