প্রেসবাংলা ২৪. কম: মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা বালুচর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহবাজ সরকার ও রফিকুল ইসলাম বাবুল তাদের চেয়ারম্যান প্রার্থীতা প্রত্যাহার করায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নৌকা প্রতিক প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী এ এস এম শাহাদাত হোসেন।
শাহাদাত হোসেন এক বার্তায় বলেন, বালুচর ইউনিয়নের মোল্লাকান্দীর শান্তির দূত মরহুম আলী হোসেন সরকার সাহেবের পূত্র শাহাবাজ সরকার ও রফিকুল ইসলাম বাবুল চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করেন অত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবং নমিনেশন দাখিল করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের লক্ষে এবং মানবতার "মা" জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার পক্ষে থেকে শেখ হাসিনার উপহার দেয়া নৌকা প্রতিকের জন্য কাজ করার অঙিকার করেন। তাদের মহানুভবতা ও সঠিক সিদ্ধান্তে মোল্লাকান্দির সকল দলাদলি নিরসন করে সম্প্রীতির সহবস্হান তৈরী হয়েছে। নিঃসন্দেহে তা সফল ও স্বার্থক। এই উদ্যোগ সফল করতে আরো যারা বিশেষ ভূমিকা রেখেছেন তন্মধ্যে সমাজসেবক সুরুজ্জামান সরকার, সমাজসেবক নুরু বাউল, সমাজসেবক আমজাদ সরকার, বালুচর ইউনিয়ন আওয়ামীলীগ এর সভাপতি আলেক চান মুন্সী, নাসির মেম্বার, বালুচর বাজার বনিক সমিতির সভাপতি আমির হোসেন, শহীদ বাউল, স্বপন সরকার সহ আরো অনেক ব্যক্তিবর্গ।
তিনি আরও বলেন,আওয়ামী লীগ এর ঘাটি হিসেবে খ্যাত মোল্লাকান্দির সকল আওয়ামী লীগ পরিবার ও নেতৃবৃন্দ আরো একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'র তথা আওয়ামীলীগ এর মনোনীত প্রার্থীর প্রতীক নৌকা'র প্রতি মোল্লাকান্দির শান্তির দূত শাহবাজ সরকার তার পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন। আমার শ্রদ্ধাভাজন শাহাবাজ সরকার সাহেব তথা সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।