গণসংযোগে ব্যাপক সাড়া পাচ্ছেন চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন
প্রেসবাংলা ২৪.কম: আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন নৌকার ভোটের জন্য মানুষের ধারে ধারে গণসংযোগের মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। জাকির হোসেনও ভোট চাইতে গিয়ে ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন।
সোমবার (১ নভেম্বর) বিকেল হতে রাত পর্যন্ত আলীরটেকের ১ ও ২নং ওয়ার্ডে গণসংযোগ করেন।
এদিকে জাকির হোসেন নৌকার ভোটের জন্য ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে দোয়া কামনা সহ ভোট প্রার্থনা করেন। আর অনেকদিন পর সবার প্রিয় ব্যক্তি জাকির হোসেনকে কাছে অনেকে বুকে জড়িয়ে নেন। কেউ কেউ কান্নায় ভেঙ্গে পড়েন। কেউ কেউ বিগত দিনের জনপ্রতিনিধি কথা বলে অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
গণসংযোগে এদিন উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহীদুল্লাহ, আলীনূর মোল্লা, হাজী শরীফ হোসেন, সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ খোকন, সহ-সভাপতি এসটি আলমগীর, যুগ্ম সম্পাদক ওমর ফারুক, নাজির হোসেন, নাসির মাতবর, আব্দুর রহমান, হযরত আলী মন্ডল, ৮নং ওয়ার্ডের মেম্বার মোক্তার হোসেন, ১নং ওয়ার্ডের মেম্বার জাকির হোসেন, আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক শাহীন রাজু, শাহ জালাল, দিদার হোসেন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।