সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জনি নিহত, দাফন সম্পন্ন

প্রেসবাংলা ২৪.কম: চ্যানেল এস টিভির ফতুল্লা প্রতিনিধি শফিকুল ইসলাম জনি (৩৩) সড়ক দুর্ঘটনা নিহত হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৮ অক্টোবর) রাত সাড়ে এগারোটায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় শাহ সিমেন্টের গাড়ি চাপায় আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন। সে ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে।

জানা যায়, মোটরসাইকেলে রাতে বাসায় ফেরার পথে ফতুল্লা পঞ্চবটি বিসিকের নতুন সড়ক এলাকায় জনিকে চাপা দেয় শাহ সিমেন্টের একটি ট্রাক। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউ না থাকায় একটি বেসরকারী হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।

মৃত্যুকালে ১টি পুত্র সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। মঙ্গলবার (১৯ অক্টোবর) ফতুল্লার গাবতলী খানকা মাঠে বেলা ১১টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে দাফন সম্পন্ন হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com