আসাদুজ্জামানের মনোনয়ন দাখিল
প্রেসবাংলা ২৪.কম: আসন্ন এনায়েতনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিল করেছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রাথী (নৌকা প্রতীক) প্রার্থী মো. আসাদুজ্জামান । শনিবার (১৬ অক্টোবর) সদর উপজেলা নির্বাচন অফিসার আফরোজা খাতুনের কাছে মনোনয়ন পত্র দাখিল করেন তিনি।
এ সময়ে তার সঙ্গে উপস্থিত ছিলেন মতিউর রহমান, রঞ্জিত মন্ডল, লিটন প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।