বক্তাবলী ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আক্তারের মনোনয়ন দাখিল
স্টাফ রিপোটার, প্রেসবাংলা ২৪.কম: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন ৬ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আক্তার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন। তিনি স্থানীয় মুরুব্বীদের দোয়া নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
শনিবার (১৬ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা আতাউর রহমান ভূঁইয়া কাছে আক্তার হোসেন মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় আক্তার হোসেন সাথে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা সলিম উদ্দিন ছলি, বক্তাবলী ইউনিয়ন কৃষকলীগ নেতা মোক্তার হোসেন, বক্তাবলী ইউনিয়ন যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন, মো: সবুজ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মনোনয়নপত্র দাখিলের পর মেম্বার প্রার্থী আক্তার হোসেন বলেন, আমি বক্তাবলী ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের (কানাইনগর-রামনগর) উন্নয়নের সার্থে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার মুরুব্বী ও যুব সমাজদের নিয়ে কাজ করতে চাই। তাই আগামী নির্বাচনে জনগনের মূল্যাবান ভোটে নির্বাচিত হতে পারলে জনগনের চাহিদা মোতাবেক উন্নয়ন করবো ইনশায়াল্লাহ। আমার কোন চাওয়া পাওয়া নাই জনগনের সেবা এবং এলাকার উন্নয়ন করতে চাই।