রূপগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জে এওয়ান পোলার নামে পোশাক কারখানার নির্মাণাধীন ভবন থেকে পড়ে আলম মিয়া (২৪) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভুলতা ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) হুমায়ূন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আলম মিয়া নীলফামারী জেলার জলডাঙ্গা উপজেলার শিমুলবাড়ী চেনমারী এলাকার আতিয়ার রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, আলম মিয়া এওয়ান পোলার পোশাক কারখানায় একটি ভবনের দ্বিতীয় তলায় নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করতো। হঠাৎ করে আলম নিচে পড়ে গুরুতর আহত হন।
এসময় কারখানার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।