এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন মেম্বার প্রার্থী শিল্পী বেগম
প্রেসবাংলা ২৪.কম: আসন্ন কাশিপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য হিসাবে নির্বাচনে অংশগ্রহন করবেন শেখ শিল্পী বেগম। যিনি কাশিপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সদস্য। তিনি এলাকাবাসীকে নির্বাচনী সালাম দিয়েছেন এবং দোয়া কামনা করেছেন।
মেম্বার প্রার্থী শিল্পী বেগমে একান্ত সাক্ষাতে বলেছেন, মানুষকে সেবার মাধ্যমে সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করা যায়। আর জনপ্রতিনিধিরা মানুষকে সেবার সর্বোচ্চটা দিতে পারেন। আসন্ন কাশিপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য হিসাবে আমি নির্বাচনে অংশগ্রহন করবো। এলাকাবাসীর কাছে দোয়া কামনা করছি।
তিনি আরও বলেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এম. সাইফ উল্লাহ বাদল পুরো কাশিপুরের উন্নয়নের রূপকার। তার হাত ধরেই পুরো কাশিপুর আজ উন্নয়নে আলোকিত। এলাকাবাসী চায় সাইফ উল্লাহ বাদলের হাত ধরেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকুক।