বক্তাবলীতে প্রার্থী চূড়ান্তে বর্ধিত সভা
প্রেসবাংলা ২৪. কম: আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ ইং এর আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী চুড়ান্তে তৃণমূল নেতাকর্মীদের মতামত অগ্রাধিকার ভিত্তিতে এক জরুরী বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।
রোববার (৩ অক্টোবর) বিকাল ৩ টায় বক্তাবলী বাজার চাঁন প্লাজার দোতলায় আলোচনা সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে শওকত আলী বলেন, আমি আপনাদের সাথে দীর্ঘ দিন যাবত রাজনীতি করে আসছি, আপনারা আমাকে ২০০৩ সালে ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেন এবং মাননীয় সংসদসদস্যর সমর্থনে আবারও আমাকে থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করেন আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। ১৯৯৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে দিয়ে যাত্রা শুরু সেদিন আমার কোনো অর্থ ছিলোনা পরিচিতি ছিলো না আপনাদের অক্লান্ত পরিশ্রমে সেদিন আমি বিপুল ভোটে জয়ী হয়ে আপনাদের মুখ উজ্জল করতে সমর্থ হয়েছিলাম। আমি চেয়ারম্যান থাকা অবস্থায় বিএনপি জামাত ক্ষমতায় এসে আমার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও আমাকে চেয়ারম্যানী করতে দেয়া হয়নি এবং এলাকা ছাড়া করেছিলো।
তিনি আরও বলেন সকল প্রতিকূলতা নিরসন করে আবারও ২০১১ সালে নির্বাচনে অবতীর্ন হই সেদিনও আপনারা আমাকে জানমাল খরচ করে পুনরায় নির্বাচিত করেন।
২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দলীয় প্রতিক নৌকা বরাদ্দ দেন আমি তখন দলীয় প্রতিক নৌকা মার্কা নিয়ে নির্বাচন করে এবং সেদিন অনেকে আমাকে সম্মান দেখিয়ে কেউ নির্বাচনে আসেনি এবং সহযোগিতা করে জয় সুনিশ্চিত করেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই। সেই ধারাবাহিকতায় আবারও ১১নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্র থেকে নির্দেশ এসেছে আপনারা কেউ নির্বাচন করতে চাইলে তৃনমুলের সমর্থনে দলীয় মনোনয়ন নির্বাচন করতে পারবেন। আমি দলীয় মনোনয়ন ফরম নিয়ে এসেছি আপনাদের সমর্থন পেলে নির্বাচন করবো এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি দলে আমার চেয়ে যোগ্য প্রার্থী আপনারা নির্বাচন করেন আমি আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করবো যাতে দলে দ্বিধা দন্ড না ঘটে। আমি আমার মনের কথা তুলে ধরলাম এবং আগামী বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামিলীগের প্রার্থী হিসেবে সমর্থন চাই আপনাদের সমর্থন পেলে আমি নির্বাচন করবো।
ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী।
এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আবু তাহের, ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান,
বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া, ফতুল্লা থানা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফকির চাঁন ও সাধারণ সম্পাদক শাহজাহান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মজিবুর শিকদার ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক তৈয়ব আলী, ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাছির সরকার ও সাধারণ সম্পাদক আল আমিন, ৬নং আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দীন মাদবর ও সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক, ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল গাজী, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলী হোসেন মাদবর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন মেম্বার ও সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা মোঃ সোহেল ও এলাকায় সর্বস্তরের আওয়ামী নেতৃবৃন্দ।
প্রথমেই প্রয়াত বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দীন ভুইঁয়ার স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।