প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জ শহরে যানজট লেগেই থাকে। এছাড়া পূজা মন্ডপের যাতায়াতের রাস্তাগুলোও অনেক সংকোচিত। আমাদের পরিবর্তন করতে হবে। যখন পরিস্থিতি স্বাভাবিক ছিলো আমি তখনো এই কথা গুলো বলেছি। নারায়ণগঞ্জে ওসমানী স্টেডিয়াম আছে, শামসুজ্জোহা স্টেডিয়াম আছে, লাঙ্গলবন্দ আছে, রামকৃষ্ণ মিশনের মত এমন কয়েকটি স্থান আছে যেখানে আপনারা পূজা মন্ডপ গুলো স্থানান্তর করে একত্রে আনন্দ উৎসব করতে পারেন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সমবায় সমিতি ভবনের কমিউনিটি সেন্টারে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ হিন্দু নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এই শহরটির নাম নারায়ণগঞ্জ, নদীটির নাম শীতলক্ষ্যা ব্রহ্মপুত্র কিন্তু বদলে যায়নি। নারায়ণগঞ্জ সুন্দর করে সাজাতে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে। খানপুর ৩০০ শয্যার জন্য রণদা প্রসাদ সাহা জমি দিয়েছেন। আজ পর্যন্ত আমরা হাসপাতালটির নাম আর পি সাহা হাসপাতাল করতে পারলাম না। কুমুদিনি থেকে একটি উন্নত মানের ক্যান্সার হাসপাতাল করা হবে। সেজন্য জায়গা খালি করতে হবে। কিন্তু আমাদের নারায়ণগঞ্জেরই কিছু লোক তাদেরকে জায়গা না ছাড়ার কথা বলেছিলাম। আমার আহবানে নারায়ণগঞ্জের মানুষ মানববন্ধন করেছেন। আমি তাদের সাথে কথা বলেছি। যারা স্থায়ী শ্রমিক ছিল তাদেরকে ৩ মাসের চাল ডাল তেল লবনসহ প্রয়োজনীয় জিনিস এবং নগদ অর্থ দিয়ে তাদের পূর্নবাসনের চেষ্টা করেছি সেই সাথে তাদের কারো চাকরির প্রয়োজন হলে নারায়ণগঞ্জ চেম্বারের সাথে যোগাযোগ করতে বলেছি। সবাই মিলে একত্রিত ভাবে কাজ করলে নারায়ণগঞ্জের উন্নয়ন সম্ভব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া প্রার্থনা করে তিনি বলেন, লাঙ্গলবন্দ মহাতীর্থ স্থানে একটি গুজবকে কেন্দ্র করে ১০জন মানুষের প্রাণহানি হয়েছিল। পরবর্তীতে আমরা ধর্মমন্ত্রীর মাধ্যমে লাঙ্গলবন্দের উন্নয়নের প্রস্তাবনা প্রধানমন্ত্রীর কাজে পাঠাই। প্রধানমন্ত্রী লাঙ্গলবন্দের উন্নয়নের ১ হাজার কোটি টাকার প্রকল্প দিয়েছেন। ইতোমধ্যে কিছুটা কাজ হয়েছে। করোনার কারনে সেখানে উন্নয়ন কাজ বন্ধ রয়েছে। কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিছু মানুষ রাস্তার পাশে নতুন করে মন্দির গড়ে তুলছে। যাতে করে উন্নয়ন কাজ ব্যাহত হবে এবং কারো উদ্দেশ্য আবার অসৎ সরকার এগুরো অধিগ্রহণ করতে গেলে তিনগুন মূল্য দিতে হবে। আপনারা হিন্দু নেতৃবৃন্দরা এই বিষয় গুলো খেয়াল রাখবেন। আর আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোয়া করবেন। আল্লাহ যেন উনাকে সুস্থ্য রাখেন দীর্ঘায়ু দান করেন। আবারো যেন আমরা আওয়ামীলীগকে ক্ষমতায় পাই এবং শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী হিসেবে পেলেই আমাদের স্বপ্ন গুলো বাস্তবায়ন হবে।
আরও পড়ুন :৫৫০ পরিবারকে সাবলম্বী করার উদ্যোগ সেলিম ওসমানের
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি দিপক কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপন সরকারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক সানা উল্লাহ সানু, মহানগর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, হিন্দু নেতা বাসুদেব চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা সহ সকল নেতৃবৃন্দরা।