সাজনুর উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ

প্রেসবাংলা ২৪. কম:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে নগরীর ২নং রেলগেইটে অবস্থিত নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগের সহসভাপতি অ্যাড. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন জুয়েল, প্রচার সম্পাদক আব্দুল কাদির, ১১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি চঞ্চল মাহমুদ, সাধারণ সম্পাদক ইউসুফ মেম্বার, ১২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেলিম খান, ১৩নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,১৬নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক কাইয়ুম পারভেজ, ১৭ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদুল্লাহ, সাধারণ সম্পাদক মামুন ভূইয়া, ১৮ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।

এ সময় শাহাদাৎ হোসেন সাজনু বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এই দিনে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। আজকের দিনে সকলকে নৌকার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার শপথ করতে হবে। আগামী জন্মদিনেও যেন প্রধানমন্ত্রী রূপে তাঁর জন্মদিন পালন করতে পারি সেই কাজ করতে হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com