না’গঞ্জে গণটিকা পরিদর্শনে ডিসি-এসপি
প্রেসবাংলা ২৪.কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ৭৫ লাখ ডোজ গণটিকা কর্মসূচি শুরু হয়েছে। তারই অংশ হিসাবে সকাল ৯টা থেকে শুরু হওয়া এ টিকা কার্যক্রম ৭৫ লাখ সম্পন্ন না হওয়া পর্যন্ত চলবে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ আদর্শ স্কুল ও দেলপাড়া উচ্চ বিদ্যালয়ে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম।
এ সময়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশে ৭৫লাখ ডোজ গনটিকা কর্মসূচি শুরু হয়েছে। সরকারের এমন অনন্য ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। নারায়ণগঞ্জ লক্ষ্যমাত্র পূরনে সংশ্লিষ্ট সকলের সহযোগীতা কামনা করছি। পর্যাপ্ত টিকা গ্রহনের মধ্যে দিয়েই কোভিট-১৯ প্রতিরোধ করা সম্ভব।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জাহুরা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ।