নৌকা প্রতীকে নির্বাচন করে বলে বাবার ছবি নিয়ে পাশ করেছি : ভিপি বাদল
প্রেসবাংলা ২৪. কম: জেলা অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট অাবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, গতকাল দেখলাম মুক্তিযোদ্ধাদের নামে সড়ক উদ্বোধন করেছেন মেয়র অাইভী। অথচ সেই অনুষ্ঠানের ব্যানারে বঙ্গবন্ধু, শেখ হাসিনার কোন ছবি নেই। জাতির পিতা চিনেন না, প্রধানমন্ত্রীকে চিনেন না অাবার নৌকা প্রতীকে নির্বাচন করেন। নির্বাচনের পর বলেন বাবার ছবি নিয়া পাশ করছেন।
রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে নাসিক ৩নং ওয়ার্ডে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা বলেন, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। ময়লার স্তুপ নাকি নাই, শহরে ময়লার ভাগার বানিয়ে ফেলেছে। মশার জন্য কোটি টাকার ওসুধ সরঞ্জাম অানা হয়েছে সেগুলা কোথায়?
৩নং ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলের সভাপতিত্বে এ সময়ে অারও উপস্থিত ছিলেন মহানগর অাওয়ামী লীগের সহ-সভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।