অামি শেখ হাসিনার কর্মী : মেয়র অাইভী

প্রেসবাংলা ২৪. কম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনে হায়াৎ অাইভী বলেছেন, শেখ হাসিনা ছাড়া পদ্মা সেতু হতো না। অামার বাবা অাওয়ামী লীগ করেছে, অামিও অাওয়ামী লীগ করি। অামি শেখ হাসিনার কর্মী। অামি অামৃত্যু দল করবো কিন্তু কাজের সময় দলমতের উর্ধ্বে গিয়ে কাজ করবো।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে নাসিক ১৮নং ওয়ার্ডে বীর মুক্তিযোদ্ধাদের স্মরনে মুক্তিযোদ্ধা সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র অাইভী অারও বলেন, এটা কোন নির্বাচনী সভা না। যতক্ষন পর্যন্ত নেত্রী অামায় না বলবে ততক্ষন অামি নির্বাচনের কাজ শুরু করবো না।

তিনি অারও বলেন, কে ভাইয়ের লোক, কে অাইভীর লোক তা নিয়ে কখনো নিজেদের মধ্যে দ্বন্দ্ব করিনি। অামি ২৭টি ওয়ার্ডের সকল কাউন্সিলরকে বলেছি মানুষের ভাই হন। তাদের মন জয় করে কাজ করুন।

সভাপতির বক্তব্যে ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবীর হোসাইন বলেন, অামরা যদি অাবারও অাইভী নির্বাচিত করতে পারি বাকিকাজগুলাও করতে পারবো। রক্তের বিনিময়ে হলেও নির্বাচিত করবো। কোন অপশক্তির বিরুদ্ধে মাথানত করবো না।

এ সময়ে অারও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র বিভা হাসান, বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন অাহমেদ প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com