জসীম উদ্দিনের সর্মথনে গোগনগর মত-বিনিময় সভা

প্রেসবাংলা ২৪. কম: গোগনগর ইউনিয়ন পরিষদে নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ অাসনের সাংসদ সেলিম ওসমানের মনোনীত চেয়ারম্যান প্রার্থী জসীম উদ্দিনের সর্মথনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাদ মাগবির গোগনগর ইউনিয়নের সৈয়দপুর ফকিরবাড়ি এলাকায় জসীম উদ্দিনের সর্মথকগোষ্ঠির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর কদমতলী নতুন জামে মসজিদের সভাপতি অালহাজ্ব কফিল উদ্দিনের সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী অালহাজ্ব জসীম উদ্দিন। অারও উপস্থিত ছিলেন গোগনগর ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক অাজারুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা সেকান্দার অালী, সমাজ সেবক পিয়ার অালী, নূরু হোসেন ফকির, শহিদুল ফকির, কামাল হোসেন, মান্নান প্রমুখ

উপস্থিত বক্তারা বলেন, একজন ভালো মানুষকে নির্বাচিত না করলে কাকে করবো? জসীম ভাই ভালো মানুষ। সমাজে অনেক মানুষ রুপী কুকুর-বিড়াল রয়েছে, যাদের নির্বাচনের অাগে মিস্টি কথা থাকে। নির্বাচনের পর তাদের দেখা মিলে না। নির্বাচন এলেই সে সকল মানুষ টাকার ছড়াছড়ি করি, কিন্তু জসীম ভাইয়ের সভায় সকলেই ভালোবাসার খাতিরে অাসে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com