ফতুল্লায় ট্রাকচাপায় আরিফ নিহত
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ ফতুল্লায় সদর উপজেলায় আদর্শ নগর এলাকায় বালুবাহী ট্রাকচাপায় আরিফ (১৫) নামক এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বেলা ৩ টার দিকে কুতুবপুরের আদর্শ নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।এ সময়ে ঘটনাস্থল থেকে এলাকাবাসী ট্রাকসহ ড্রাইভার আইয়ুৃব আলীকে আটক করে
নিহত আরিফ আহসান উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির ছাত্র ও আদর্শ নগর এলাকার শাহাদাৎ মিয়ার বাড়ির বাড়াটিয়া রিক্সা চালক ইউসুফ আলীর এক মাত্র ছেলে ।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, স্কুল ছাত্র আরিফ এলাকার রাস্তা দিয়ে হেটে স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা মেট্রো – ট- ১৪-০০৭১ একটি ট্রাক তাকে পিছন থেকে ধাক্কা দেয়।এতে সে ঘটনাস্থালে মারা যান। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল ( ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে ও ট্রাকটি জব্দসহ ড্রাইভার আইয়ুব আলীকে আটক করেছে।