সিদ্ধিরগঞ্জে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে দেড় কেজি গাঁজা, ৬০ পিস ইয়াবা, ১ গ্রাম হেরোইন ও মাদক কেনা-বেচার ৩০ হাজার ২৭০ টাকা সহ তিনজনকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হল- মোঃ আলিম উদ্দিন (৫০), আঃ আলি (৪৬) এবং মোঃ করিম হোসেন (৩৫)। তাদের হেফাজত থেকে । বুধবার সকালে র‌্যাব-১১ এর গণমাধ্যম কর্মকর্তা লে: কমান্ডার মাহমুদুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গ্রেফতারকৃত আসামী মোঃ আলিম উদ্দিন ও আঃ আলি সহোদর ভাই। তারা জালকুড়ি মাতবর বাজার এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে এবং অপর আসামী মোঃ করিম হোসেন একই এলাকার মৃত ওসমান আলীর ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ গাঁজা, ইয়াবা ও হেরোইন সংগ্রহ করে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা ও এর আশে-পাশের এলাকায় কেনা-বেচা করে আসছিল

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com