নারায়ণগঞ্জবাসী নতুন মুখ চায়: ভিপি বাদল
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মো. বাদল বলেছেন, নারায়ণগঞ্জে মেয়র থেকে কাউন্সিলর সকল পদেই নতুন মুখ চায় নারায়ণবাসী। নারায়ণগঞ্জবাসী যাদের ভালোবাসবে তারাই এবার জনগনের সেবা করবে। জনগন থেকে বিচ্ছিন্ন কাউকে দলও চায় না, সাধারণ মানুষও চায় না।
বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে কর্মীসভায় তিনি এসব কথা বলেন। ভিপি বাদল আরও বলেন, প্রতিদিন এক রকম খাবার কারোই ভালো লাগে না। মাঝে মধ্যে ভাতের পাশাপাশি খুদের ভাপা, ভর্তাও খেতে হয়। পরিবর্তন করতে হবে।
২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদের সভাপতিত্বে এ সময়ে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট খোকন সাহা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।