সিদ্ধিরগঞ্জ থেকে ২ চাঁদাবাজ গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।এসময় তাদের হেফাজত থেকে ৫ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। সোমবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পদ্ম এক্সক্লুসিভ বাস কাউন্টার এলাকায় চাঁদাবাজি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতদের নাম আরিফুল ইসলাম মজনু (৩৮) ও সোহেল মিয়া (৩৬)। র‌্যাব-১১ এর লে: কমান্ডার (মিডিয়া অফিসার) মাহমুদুল হাসান মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্রগ্রাম গামী চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক পরিবহন প্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগ ব্যবস্থা নেয়া হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com