ট্রাফিক অফিস পরিদর্শনে ডিআইজি
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের ট্রাফিক অফিস পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান। এ সময়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ট্রাফিক অফিসের কর্মকর্তাবৃন্দ। শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পরিদর্শন শেষে ট্রাফিক অফিস পরিদর্শন করেন।
এ সময়ে ডিআইজি হাবিবুর রহমান বলেন, আমরা চেষ্ঠা করছি, আমাদের সকল থানা এবং প্রতিষ্ঠান সুন্দর হয়। মানুষ যেনো সেবা নিতে থানায় এসে মনে করে একটি শান্তির জায়গায় এসেছি।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশের আইজিপি বলেছেন পুলিশ হলো জনগনের প্রথম ভরসাস্থল বা আশ্রয়স্থল। মানুষ কোন বিপদ আপদে পরলে প্রথমেই পুলিশের কাছে আসে। তাই পুলিশের আচরণ ও ইতিবাচক দৃস্টিভঙ্গি দরকার। সেই সাথে পুলিশের যেই স্থাপনা থানা রয়েছে সেটাও সেটাও ভুক্তভোগীর উপর নীতিবাচক প্রভাব ফেলে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম, ডিআইজি স্টাপ অফিসার ২ সিনিয়র এএসপি নাজমুর রায়হান, টিআই প্রশাসন মো, কামরুল ইসলাম বেগ, টি আই বিশ্বজিৎ চন্দ্র রায়, টি আই হারুনউর রশিদ প্রমুখ।