মার্কেটে চাঁদাবাজি, ৩ চাঁদাবাজ গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: সিদ্ধিরগঞ্জে মার্কেটে চাঁদা নেয়ার অভিযোগে ৩জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (১ সেপ্টেম্বর) রাতে চিটাগাং রোডের চান সুপার মার্কেট (মিনার মসজিদ সংলগ্ন) এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলো মো. গিয়াস উদ্দিন (৬২), মো. ফয়েজ আহম্মেদ (৫৮), সালেহ আহম্মেদ (৩৫)। এ সময় তাদের কাছে থেকে চাঁদাবাজির নগদ ৫ হাজার ১শ’৩০ টাকা উদ্ধার করা হয়।

 

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) র‌্যাব-১১ উপ-পরিচালক লে. কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

র‌্যাব জানান, ‘প্রাথমিক অনুসন্ধানে জানাতে পেরেছি, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ চান সুপার মার্কেট (মিনার মসজিদ সংলগ্ন) চিটাগাং রোড এলাকায় দোকানদারদেরকে গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি দোকান থেকে ২৫০টাকা থেকে ৩০০টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে। চাঁদাবাজ দমনে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com