প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও বন্দরে অভিযান চালিয়ে ৪ পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বন্দরের ফরাজিকান্দা থেকে গ্রেপ্তারকৃত ২ পরিবহন চাঁদাবাজরা হচ্ছেন-মোঃ ফয়সাল (৩০) ও মোঃ আরিফ (৪০)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১১ এর মেজর তালুকদার নাজমুছ সাকিব। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এবং ৪ চাঁদাবাজের বিরুদ্ধে বন্দর ও রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ২ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ফয়সাল বন্দরের বেপারীপাড়া এলাকার লাল বাদশাহের ছেলে এবং মোঃ আরিফ একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে।
অপরদিকে রূপগঞ্জের হাটিপাড়া এলাকা থেকে হাতে নাতে গ্রেপ্তারকৃত দুই চাঁদাবাজ হলেন, মোঃ রাসেল (৩৭) ও মোঃ নুর আলম (৩২)। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাসেল রূপগঞ্জের তারাব হাটিপাড়া এলাকার মৃত মোশারফ হোসেনের ছেলে এবং মোঃ নুর আলম একই এলাকার মৃত রজন আলীর ছেলে।