নারায়ণগঞ্জে একদিনে ৪ লাশ!
প্রেসবাংলা ২৪.কম: হত্যা, দূর্ঘটনায় নারায়ণগঞ্জে একদিনে ৪লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ আগস্ট) জেলার একাধীক থানার বিভিন্নস্থানে দূর্ঘটনায় ২টি, হত্যা ১টি ও অজ্ঞাত ১টি লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, জেলার সোনারগাঁ থানায় নববধু নাতনিকে দেখতে গিয়ে গাড়ি চাপায় নিহত হয়েছে দুই নারী। তারা সর্ম্পকে একে অন্যের বেয়াইন হয়। বেলা ১১টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মেঘনা উপজেলার সোনাকান্দা গ্রামের আব্দুল বারেকের স্ত্রী আমেনা (৫০) ও একই গ্রামের ফজলুল হকের স্ত্রী নুরজাহান বেগম (৫২)।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই ইউনিয়নের নববধূ নাতনি সিনথিয়ার সঙ্গে দেখা করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তারা মারা যান।
অন্যদিকে, সদর উপজেলার ফতুল্লায় লিটন নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১১টায় খাঁন সাহেব ওসমান আলী স্টেডিয়ামের পাশে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। তিনি হবিগঞ্জ জেলার পাহাড়পুর গ্রামের গৌরমনির ছেলে এবং সুপারস্টার বাল্ব ফ্যাক্টেরিতে কমর্রত শ্রমিক।
একই দিন রাত সাড়ে ৯টায় সোনারগাঁয়ে উপজেলার তালতালা এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তালতলা পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শনিবার রাতে তালতালা এলাকায় সড়কের সড়কের পাশে পরিত্যক্ত জায়গায় এক যুবকের লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যার পর লাশ এখানে ফেলে যায়।