র্যাবের অভিযানে ৩ চাঁদাবাজ গ্রেফতার
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ৩ চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ৬ হাজার ৪৮০ টাকা উদ্ধার করা হয়। শনিবার (২৮ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান।
এর আগে শুক্রবার (২৭ আগস্ট) সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া নতুন বাজার সাকিনস্থ আদমজী এ্যাকটিভ হাই স্কুল এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- নাহিদ হাসান (২৮), মো. বিল্লাল হোসেন (৩৬) ও রফিকুল ইসলাম (৪২)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটকরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া নতুন বাজার সাকিনস্থ আদমজী এ্যাকটিভ হাই স্কুল এলাকার চাঁদাবাজি করে আসছিল। তারা ওই এলাকার দোকানদারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে দৈনিক প্রতি দোকান থেকে ২৫০ টাকা থেকে ৩০০ টাকা পর্যন্ত অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
আটকদের বিরুদ্ধের আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।