খেলাধুলার চর্চা না থাকলে যুবসমাজ বিপদগামী হবে: আক্তারুজ্জামান

প্রেসবাংলা ২৪.কম:  ত্রিধারা প্রোপাট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও মুক্তারকান্দি আর্দশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. আক্তারুজ্জামান বলেছেন, আমাদের মাঝে খেলাধুলার চর্চা রাখতে হবে। যুব সমাজকে মাদক সহ নানা অপকর্ম থেকে দুরে রাখার জন্য খেলাধুলা প্রয়োজন। বর্তমানে  খেলা বেশী না হওয়ায়  যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়া সহ নানান ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে।

 

শুক্রবার (২৭ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি যুবসমাজের উদ্যোগে আয়োজিত টিভি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

মোঃ আক্তারুজ্জামান আরও বলেন, আমি ফুটবল খেলাকে বক্তাবলী পরগনার প্রতিটি গ্রামের তূনমূল পর্যায়ে পৌছে দিতে চাই।এজন্য প্রয়োজন সঠিক উদ্যোগ। একটি চেয়ার ধরে রাখার জন্য ভাল কাজে বাঁধা না দিয়ে যুবসমাজের মনমানসিকতা ও শারিরীক উন্নয়নে এগিয়ে আসুন।আমি কিছু পাওয়ার জন্য নয় মানবিক দায়বদ্ধতা থেকে বক্তাবলী পরগনার শিক্ষা, খেলাধুলা ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। শত বাঁধা দিয়েও আমার আমার কাজ বন্ধ করতে পারবেনা। দলাদলি না করে আলীরটেক, বক্তাবলীর সামগ্রিক উন্নয়নে কাজ করার আহবান জানান।

 

তিনি আরও বলেন, আমি ১৭ লাখ টাকা ব্যয়ে একটি ক্লাব নির্মান করে দিয়েছিলাম। যুবসমাজ খেলাধুলা করবে, সামাজিক কার্যক্রম করবে সেটাও বন্ধ করে দেয়া হয়। তারপরও আমি থেমে যাইনি। সাধ্যমত সবকটি ক্লাবে ও যুবকদের সহযোগিতা করে আসছি ভবিষ্যতেও করে যাবো।

 

সমাজসেবক আলহাজ্ব জয়নাল আবেদীন বেপারীর সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকন, আলীরটেক ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহীন রাজু,  সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকু, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, বক্তাবলী ওয়েল ফেয়ার স্ট্রাস্টের সভাপতি আল আমিন ইকবাল, সমাজসেবক এসবি শাহীন সরকার, সিঙ্গাপুর আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাউদ্দিন রানা প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com