বক্তবলীর আবুল হোসেন মাস্টারের সংক্ষিপ্ত জীবনী
প্রেসবাংলা ২৪.কম:নরায়ণগঞ্জ সদর উপজেলা বক্তাবলীর রামনগর এলাকার আবুল হোসেন মাষ্টার বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করেছেন।
বুধবার (২৫ আগষ্ট) বিকালে আবুল হোসেন মাষ্টার প্রেসবাংলা’র সাথে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার সংক্ষিপ্ত জীবনী।
তিনি বলেন, ১৯৬০ সালে কানাই নগর ছোবহানীয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে শিক্ষকতা শুরু করেন, ৬ বছর শিক্ষকতা শেষে ডাক বিভাগে চাকরি নেন। ততকালীন সময়ে কাজী আব্দুল লতিফ সাহেবের সাথে আওয়ামী লীগের কর্মী হিসেবে রাজনৈতিক অঙ্গনে নাম লিখান।
সর্বশেষ ২০০৩ সালে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি নির্বাচিত হন। বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজ উদ্দীন ভুইঁয়ার মৃত্যুতে দলটির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতির দায়িত্ব ভার গ্রহণ করেন প্রবীন এই নেতা আবুল হোসেন মাষ্টার