১৪ বছর পর সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম (সোনারগাঁ প্রতিনিধি):  ৫বছরের সাজাপ্রাপ্ত আসামী আক্তার হোসেন (৩৮)। নিজেকে রক্ষা করতে পালিয়েছিলেন ১৪ বছর। অবশেষে  ১৪বছর পর সেই সাজাপ্রাপ্ত আসামী ধরা পড়লো পুলিশের হাতে। সোমবার (২৩ আগস্ট) রাতে দণ্ডপ্রাপ্ত আক্তার হোসেনকে (৩৮) বারদীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

 

আক্তার হোসেন বারদী দাসপাড়া (নাগপাড়া) গ্রামের মৃত আঃ আউয়ালের ছেলে। ২০০৭ সালে একটি মাদক মামলায় আদালত তাকে ৫ বছরের কারাদন্ড দেয়। এরপর থেকে সে পালিয়ে বেড়াচ্ছিল।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সাজাপ্রাপ্ত আসামী আক্তার হোসেন রায় ঘোষণার পর থেকে আত্মগোপনে যায়। দীর্ঘদিন পালিয়ে থাকার পরে সে নিজ বাড়িতে ফেরে। তথ্য-প্রযুক্তির ব্যবহার করে তাকে অবশেষে গ্রেফতার করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com