বন্দরে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেসবাংলা ২৪.কম: পৃথক অভিযানে নারায়ণগঞ্জের বন্দর থেকে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময়ে গ্রেফতারকৃতদের কাছ থেকে হিরোইন ও গাঁজা জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে র্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলেন মো. মামুন (৫২), মো. দিলীপ মিয়া (৫২) ও ইমাম মেহেদী হাসান @ রিয়াদ (২৪)।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সোমবার বিকেলে বন্দর উপজেলার ফরাজীকান্দা ও বেপারীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে ১০ গ্রাম হেরোইনসহ মো. মামুন ও মো. দিলীপ মিয়া এবং ২ কেজি গাঁজাসহ ইমাম মেহেদী হাসান ওরফে রিয়াদকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।