পারিবারিক কলহে দেবরের ছুরিকাঘাতে ভাবি আহত

প্রেসবাংলা ২৪.কম: জমিজমা নিয়ে পারিবারিক কলহের জেরে নারায়ণগঞ্জে ভাবিকে ছুরিকাঘাত করেছেন দেবর। আহত অবস্থায় ভাবিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

 

আহতের স্বামী আরিফ জানান, জমিজমা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই শাওন আমার স্ত্রী তামান্নার পেটে ছুরি ঢুকিয়ে দেয়। আমি ওই সময় বাসায় ছিলাম না। খবর পেয়ে বাসায় এসে দেখতে পাই আমার স্ত্রীর পেটে ছুরি ঢোকানো। দ্রুত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। চিকিৎসকরা জানিয়েছেন আমার স্ত্রীর অবস্থা ভাল নয়। কয়েক ব্যাগ রক্ত লাগবে দ্রুত অপারেশন করতে হবে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে তামান্না নামের এক নারীর পেটে ছুরি ঢুকানো অবস্থায় নিয়ে আসা হয়েছে।

 

তিনি ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসকের বরাত দিয়ে জানান, তার পেটের গভীরে ছুরি ঢুকে আছে। এটা অপারেশন ছাড়া বের করা সম্ভব নয়। আমরা রোগীর স্বজনদের রক্তের ব্যবস্থা করতে বলেছি। রক্তের ব্যবস্থা হলে তাকে অস্ত্রোপচার করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com