শোক দিবস উপলক্ষে ডা. সোহেলের উদ্যোগে মিলাদ ও দোয়া

প্রেসবাংলা ২৪.কম: জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুরে নগরীর ২নং বাবুরাইলে মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. আতিকুজ্জামান সোহেলের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের ও জেলা পরিষদের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, তথ্য ও গভেষনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মীর আনোয়ার হোসেন, আক্তার হোসেন, শাখাওয়াত হোসেন সুমন, মনিরুজ্জামান মনির, আছিয়া আলম সুমি প্রমুখ।

জাতীয় শোক দিবসে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com