কানাইনগর নূরানী হাফিজিয়া মাদ্রাসার শুভ উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার, প্রেসবাংলা ২৪.কম: দোয়া ও বৃক্ষরোপণের মাধ্যমে কানাইনগর নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৮ আগস্ট) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে মাদ্রাসার উদ্বোধন করা হয়।
মাদ্রাসার কর্নধার মাওলানা আসাদ উল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলীরটেক জামিআ মুহাম্মাদীয়া নূরীয়া মাদ্রাসার মুহতামিম আতাউল হক সরকার। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরের সভাপতি ও রোটারী ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান নুরুজ্জামান জিকু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ধলেশ্বরীর তীরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান।
এসময় মাওলানা আতাউল হক সরকার ছাত্রদের ছবক দিয়ে মাদ্রাসার শিক্ষাকার্যক্রম শুরু করেন। আমন্ত্রিত অতিথি বৃন্দ মাদ্রাসার সাফল্য কামনা করে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরে মাদ্রাসা প্রাঙ্গনে ফুলের চারা রোপণ করেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কানাইনগর প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি রাশেদুল ইসলাম সুমন, আওয়ামী লীগ নেতা ছলিমুল্লাহ ছলি, কৃষকলীগ নেতা মোক্তার হোসেন ছাড়াও স্থানীয় গর্ণমান্য ব্যক্তিবর্গ।