আড়াইহাজারে ১ম শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদ্রাসায় পড়ুয়া এক শিশু (৭) কে টাকা দেওয়ার লোভ দেখাইয়া ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে, ১৫ আগষ্ট রবিবার সকাল ১০টায় উপজেলার সাতগ্রাম এলাকায় সরকার কর্তৃক দরিদ্রদের মাঝে বিতরণের জন্য নির্মাণাধীন দালানে।

শিশুটির মায়ের অভিযোগ থেকে জানাযায়, ঘটনার দিন সকাল ১০টায় শিশুটি বাড়ির পাশে খেলা করাকালিন সময়ে একই এলাকার গোলাম মোস্তফার ছেলে হিমেল(৩০) শিশুটিকে টাকা দেওয়ার কথা বলে ফুসলিয়ে সাতগ্রাম এলাকায় দরিদ্রদের জন্য নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের দালানে নিয়ে যায়। শিশুটিকে দালানের একটি কক্ষে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে তার পরনের জামাকাপড় খুলে ধর্ষণের চেস্টা করে বখাটে হিমেল। ঐ সময় শিশুটি চিৎকার শুরু করে। ঘটনার সময় দালানের পাশে অবস্থান করা স্থানীয় সিরাজ মিয়ার স্ত্রী আঁখি বেগম শিশুটির চিৎকার শুনে সেখানে গিয়ে কক্ষের দরজা খুলার জন্য দরজায় ধাক্কা দেয় এবং ডাকাডাকি করতে থাকেন। ঐ সময় বখাটে হিমেল শিশুটিকে কক্ষে রেখে দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে আঁখি বেগম ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে শিশুটির বাড়িতে নিয়ে আসেন।

শিশুটি সাতগ্রাম এলাকার হযরত আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসার প্রথম শ্রেনীর ছাত্রী।

এ ঘটনায় ১৭ আগস্ট মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে হিমেলের বিরুদ্ধে আড়াইহাজার থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। ঘটনার পর বখাটে হিমেল এলাকা থেকে পালিয়ে যায়।

এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান জানান, খুব দ্রুত অভিযুক্ত হিমেলকে গ্রেফতার করা হবে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com