অপহৃত তরুনী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: অপহরণের চারদিন পর তরুণীকে উদ্ধার করে আমির হামজা ওরফে আকাশ ওরফে শিপন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর হাটখোলা মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপহরণকারী আমির হামজা ওরফে আকাশ ওরফে শিপন নারায়ণগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকার মৃত মোশারফ হোসেন মিঠুর ছেলে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক ইমানুর জানান, ১৪ আগস্ট সন্ধ্যায় মায়ের সামনে থেকে ওই তরুণীকে অপহরণ করে নিয়ে যান আমির হামজাসহ তার সহযোগীরা। এ ঘটনায় তরুণীর মা মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানার কাশিপুর হাটখোলা মসজিদের সামনে থেকে অপহৃত তরুণীকে উদ্ধারসহ আসামি আমির হামজা ওরফে আকাশ ওরফে শিপনকে গ্রেফতার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com