১ হাজার বৃক্ষরোপন করলেন রোটারিয়ান নুরুজ্জামান জিকু
প্রেসবাংলা ২৪.কম: রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ আগস্ট) সকালে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর ইয়াদ আলী মাস্টার সড়কে বৃক্ষরোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ রিভার সিটির প্রেসিডেন্ট রোটারিয়ান মো. নুরুজ্জামান জিকুর সভাপতিত্বে ও সদস্য রোটারিয়ান আব্দুল্লাহ আল ইমরানের সঞ্চালনায় এ সময়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী।
আরও উপস্থিত ছিলেন বক্তাবলী ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল, রোটারিয়ান একেএস ফারহানা, পিপি ইব্রাহিম রাজু, রোটারিয়ান কামরুল ইসলাম, রোটারিয়ান মইন আশ্রাফ জাবেদ, রোটারিয়ান ইয়াহিয়া উচ্ছাস, রোটারিয়ান শাকিল, রোটারিয়ান মামুন, রোটারিয়ান জলিল, রোটারিয়ান শাকিল, মিরাজুল, আলমগীর হোসেন, হুমায়ুন কবির, ফারুক মেম্বার, আব্দুল, জামাল জাহিদ, নজরুল ইসলাম মাষ্টার, মফিজুল, প্রমুখ।
এ সময়ে বক্তাবলী ইউনিয়নের ইয়াদ আলী মাস্টার সড়ক সহ বিভিন্ন সড়কে প্রায় ১ হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপন করা হয়।