টি-টুয়েন্টিতে আলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে সকিব

ক্রীড়া প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: লম্বা সময় পর টি-টোয়েন্টি অল-রাউন্ডার র‍্যাংকিংয়ের শীর্ষ স্থান ফিরে ফেলেন সাকিব আল হাসান। ২০১৭ সালের অক্টোবরে সাকিবকে পেছনে ফেলে শীর্ষত্ব দখলে নেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১১৪ রানের সঙ্গে ৭টি উইকেটও নেন সাকিব। তাতেই পেছনে ফেলেছেন নবীকে।

 

অজিদের বিপক্ষে সিরিজের আগে ২৮৫ রেটিং পয়েন্ট নিয়ে মোহাম্মদ নবী ছিলেন এক নম্বরে। সাকিবের রেটিং পয়েন্ট ছিল ২৫২।

অস্ট্রেলিয়া সিরিজের পর সাকিবের রেটিং পয়েন্ট এখন ২৮৬ আর মোহাম্মদ নবীর ২৮৫। তিন নম্বরে থাকা স্কটিস অল-রাউন্ডার রিচার্ড বেরিংটনের রেটিং পয়েন্ট ১৯৪।

এদিকে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ২০ ধাপ এগিয়েছেন মোস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানোর পেছনে মোস্তাফিজ ছিলেন দুর্দান্ত। বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশের ১০ নম্বরে জায়গা পেয়েছেন ফিজ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com