ট্রাকে মিলল ২৮কেজি গাঁজা, দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের সঙ্গে থাকা সয়াবিন তেলভর্তি মিনিট্রাক তল্লাশি করে ২৮ কেজি গাঁজা এবং মাদক কেনাবেচার ১১ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়।
শনিবার (৭ আগস্ট) সকালে উপজেলার আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-ট্রাকচালক বগুড়ার শাহাজাহানপুর থানাধীন সুজাবাদ দহপাড়া এলাকার মো. আবদুল খালেকের ছেলে লিটন (২৭) ও তার সহকারী কুড়িগ্রামের পাঁচগাছি বাজার এলাকার শফিউদ্দিনের ছেলে লেবু (৩২)।
র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গ্রেফতার আসামিরা পরস্পর যোগসাজশে পণ্যবাহী মিনিট্রাকের চালক ও হেলপারের ছদ্মবেশ ধারণ করতেন। এ বেশে তারা অভিনব পদ্ধতিতে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।