প্রতিবেশীকে পাশে রেখে ঈদ উদযাপন করুন – জুয়েল হোসেন

প্রেসবাংলা ২৪.কম: পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান, মুসলিম জাহানের জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি প্রিয় বান্দা হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর পুত্র হযরত ইসমাঈলের (আ.) সীমাহীন ভক্তি, সর্বোচ্চ ত্যাগের সদিচ্ছা এবং গভীরতম আত্মসমর্পণে পরম করুণাময় সন্তুষ্ট হন এবং তিনি ইব্রাহিমকে (আ.) আত্মত্যাগ ও ভালোবাসার নিদর্শনস্বরূপ পশু কুরবানি করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, পবিত্র কুরআনে এরশাদ হয়েছে- আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি করা পশুর রক্ত বা মাংস কিছুই পৌঁছায় না, শুধু পৌঁছায় বান্দার তাকওয়া। কাজেই কুরবানি কোনো লোকদেখানো বা প্রতিযোগিতার বিষয় নয়। কুরবানির অর্থ ত্যাগ বা উৎসর্গ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অভুক্ত শীর্ণ মানুষের জন্য একবেলা বা দুবেলা উন্নতমানের আহারের ব্যবস্থা করার অনুরোধ জানাচ্ছি। আমাদের আশপাশের প্রতিবেশীর খোঁজ খবর রাখুন। তাদের পাশে রেখে ঈদ উদযাপন করুন।
তিনি সকলকে স্বাস্থবিধি মানার আহবান জানিয়ে আরও বলেন, সবার উচিত করোনা সতর্কতা হিসাবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করা। ঈদের নামাজ আদায়ের সময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পশু কুরবানি ও কুরবানি-পরবর্তী যাবতীয় কর্মকান্ডের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।