চাঁদরাত পর্যন্ত ছিন্নমূল মানুষকে খাবার তুলে দিবে টিম খোরশেদ
প্রেসবাংলা ২৪.কম: মানবিক সংগঠন টিম খোরশেদ, টাইম টু গীভ ও মোজাফফর আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে মধ্যেরাতে ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) মধ্যরাত থেকে শহরের বিভিন্ন স্থানে রাস্তা ঘাট, রেলস্টেশন ও লঞ্চ ঘাটে বসবাসরত অভূক্ত ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন। আজ থেকে চাঁদরাত পর্যন্ত প্রতিদিন রাতে দু’শত মানুষকে রাতের খাবার দেয়া হবে।
মহানগীর চাষাড়া রেল স্টেশন, লঞ্চঘাট সহ শহরের পয়েন্টে রাস্তা ঘাটে ঘুমিয়ে থাকা মানুষের মধ্যে প্যাকেট খাবার তুলে দেয়া হয়। আগামী ১০ দিনে নারায়ণগঞ্জ শহর সহ বন্দর ও সিদ্ধিরগঞ্জেও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।
এছাড়াও করোনা কালীন সময়ে গত দেড় বছর যাবত নি¤œবিত্ত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী, সবজী বিতরন, করোনা আক্রান্তদের ফ্রী অক্সিজেন, এম্বুলেন্স সার্পোট, প্লাজমা ডোনেশন এবং করোনায় মৃতদের দাফন-সৎকারের কাজ অব্যাহত রেখেছে টিম খোরশেদ।
রান্না করা খাবার বিতরণে উপস্থিত ছিলেন টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবক নাজমুল কবীর নাহিদ, হাফেজ শিব্বির, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, আশরাফুল নীরব, নাইম মোল্লা ও টিম সচিব আলী সাবাব টিপু।