পৃথক অভিযানে ১০ জুয়ারী গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম:  নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে ১০ জুয়ারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (৫ জুলাই) রাতে ফতুল্লার কুতুবপুর লাকী বাজার ও সিদ্ধিরগঞ্জের সোনামিয়া বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময়ে ৬৪ হাজার ৫৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এএসপি মো. সম্রাট তালুকদার।

গ্রেফতারকৃতরা হলেন, মাসুম বিল্লাহ (৩৬), মোঃ ফারুক হোসেন (৩৮), আঃ রশিদ (৪৮), হানিফ (৪০), আলম হোসেন (৪৫), জাহিদুল ইসলাম অপু (৩৫), সুমন (৩৮), রফেত আলী (৪৭), ফজর আলী (৫০), মুন্না (২৮)।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com