কাঁচপুরে কাগজ কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি কাগজের কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪জন গুরুতরভাবে দগ্ধ হয়ে হয়ে আহত হয়েছেন। রোববার (৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে ভোররাতে আহতদের ব্যক্তিদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
৪ জন দগ্ধ ব্যক্তির মধ্যে মোস্তাকের শরীর ৭৮ ভাগ, আসাদুজ্জামানের শরীরে ৭৫ভাগ ও তফিজুলের ৬৮ ভাগ ক্ষতি হয়। এদের প্রত্যেকেরই শ্বাসনালির ক্ষতিগ্রস্থ হয়। অপর দগ্ধ ফারুকের শরীরের ৫ভাগ পুরে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
গুরুতর আহত তিনজনই ‘সিকিউরিটি ফোর্স লিমিটেড’ নামের একটি নিরাপত্তাকর্মী সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মচারী। প্রতিষ্ঠানের চুক্তি অনুযায়ী তারা সোনারগাঁয়ের কাঁচপুরে আল নূর পেপার মিলস নামের একটি কাগজের কারখানার নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাতে হঠাৎ সেই কারখানায় বিস্ফোরণ ঘটলে ৪জন দগ্ধ হন।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, ‘তিনজনের শ্বাসনালি পুড়ে যাওয়ার কারণে তাদের অবস্থা আশঙ্কাজনক। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করছি। অপরজনের তুলনামূলকভাবে কিছুটা কম ক্ষতি হলেও আমরা তাকে মনিটরিং করছি।