ফতুল্লায় হিরোইন সহ মাদক ব্যবসায়ী আটক
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাহমুদপুর এলাকা হতে ১ মাদক ব্যবসায়ী মোঃ আশরাফুল আলম রকি (৩৩) কে গ্রেফতার করে র্যাব-১১।
শুক্রবার (২ জুলাই) র্যাব-১১ এর একটি আভিযানিক দল রাত ১:১৫ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন মাহমুদপুর সাকিনস্থ ব্যাংক কলোনী মসজিদ রোড তোবারক মিয়ার বাড়ির নিচ তলা থেকে ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ২ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ১২,১৬০টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
র্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।