সিদ্ধিরগঞ্জ থেকে ৩ চাঁদাবাজ গ্রেফতার

প্রেসবাংলা ২৪.কম: সিদ্ধিরগঞ্জে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজির সময় ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১১ হাজার ৮২৫ টাকা ও চাঁদা আদায়ে কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো আল আমিন (২৭), মিজানুর রহমান (২৪) ও সজিব ভূইয়া (২০)। তারা তিনজনই নতুন বাজার হাজী বাড়ির লোক। শুক্রবার (২৫ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের নতুনবাজার হাজীবাড়ি রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১ এর এএসপি সম্রাট তালুকদার এ তথ্য জানান।

জানা যায়, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানার নতুন বাজার হাজিবাড়ী রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ভাসমান দোকানের মালিকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com