সিদ্ধিরগঞ্জ থেকে ৩ চাঁদাবাজ গ্রেফতার
প্রেসবাংলা ২৪.কম: সিদ্ধিরগঞ্জে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজির সময় ৩ চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১১ হাজার ৮২৫ টাকা ও চাঁদা আদায়ে কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো আল আমিন (২৭), মিজানুর রহমান (২৪) ও সজিব ভূইয়া (২০)। তারা তিনজনই নতুন বাজার হাজী বাড়ির লোক। শুক্রবার (২৫ জুন) রাতে সিদ্ধিরগঞ্জের নতুনবাজার হাজীবাড়ি রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এএসপি সম্রাট তালুকদার এ তথ্য জানান।
জানা যায়, একটি চাঁদাবাজ চক্র সিদ্ধিরগঞ্জ থানার নতুন বাজার হাজিবাড়ী রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ভাসমান দোকানের মালিকদের গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিল।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন বলে তিনি জানান।