যুবদল নেতা জুলহাস এর মায়ের মৃত্যুতে এড. তৈমূর ও খোরশেদের শোক

নিজস্ব প্রতিবেদক, প্রেসবাংলা২৪.কম: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হাসান জুলহাসের মাতা সুফিয়া বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক এড. তৈমূর আলম খন্দকার ও খোরশেদ। বুধবার রাত্র ২.০০ ঘটিকায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
শোক বার্তায় এড. তৈমূর বলেন, সুফিয়া বেগম ছিলেন একজন রত্নগর্ভা মা। তিনি এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করার মত একজন সন্তান জন্ম দিয়ে গেছেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তার পরিবারকে ধৈর্য ধারন করার তৌফিক দান করুক, আমিন।
কাউন্সিলর খোরশেদ এক বিবৃতিতে বলেন, এই সরকার বিরোধী আন্দোলনে জুলহাসের ভূমিকা অতুলনিয়। তার মাতার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে পরিবারকে ধৈর্য্য ধারণ করার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করেন।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com