ফতুল্লায় আজাদ ডাইংয়ে বিস্ফোরনে শ্রমিকের মৃত্যু
প্রেসবাংলা ২৪.কম: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার একটি চারতলা ভবনের নিচতলায় ডাইং বয়লার বিস্ফোরণে শরীফ মিয়া (৪৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা মডেল থানার কাছেই আজাদ ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত শরীফ চট্টগ্রামের মীরসরাইয়ের জোয়ালগঞ্জ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গেলে কারখানা কর্তৃপক্ষ জানায়, তারা আগুন নিভিয়ে ফেলেছে। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা চলে যান। পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ খবর পেয়ে ওই কারখানার ভেতর থেকে সাদা পাউডার ও কাপড় দিয়ে প্যাঁচানো অবস্থায় এক শ্রমিকের লাশ উদ্ধার করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান জানান, বিস্ফোরণে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। আমরা কতৃপক্ষ কাউকেই পাইনি। কি কারনে বিস্ফোরণ হলো সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।