মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন

মোঃ‌লিটন মাহমুদ,  মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের সদর উপজেলার কোটগাঁও এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৯জুন) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরাল উদ্বোধন করেন। একই সাথে ১০০ জন বীর মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের শত স্মৃতি ও স্মরণিকা ম্যুরাল উদ্বোধন করেন। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে জেলার প্রথম এ বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন করা হয়।
এ সময় প্রধান অতিথিকে জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্রেস্ট ও মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে নৌকার ক্রেস্ট তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মো. মহিউদ্দিন, মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমান, পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম ও মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের বাস্তবায়নে এ ম্যুরাল স্থাপন করা হয়।
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com